রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হোমনায় বিজ্ঞানমেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

হোমনায় বিজ্ঞানমেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

হোমনায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলার খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যলয় প্রাঙ্গণে বিভিন্ন স্কুল-কলেজের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক স্টল ও প্রজেক্ট উপস্থাপন, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ,একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুম সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা মোট ১৩টি স্টলে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন। এর আগে ইউএনও ক্ষেমালিকা চাকমা অতিথিদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের উপস্থাপিত স্টল ও প্রজেক্ট পরিদর্শন করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন